গলাচিপায় পাঁচ দফার দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা গণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দল।
২৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০ টার দিকে পৌর মঞ্চে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়। সমাবেশ সভাপতি করেন আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম
বরিশাল বিভাগিয় সাংগঠনিক সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও পটুয়াখালী ৩ আসনের পদপ্রার্থী। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও পৌর মঞ্চে এসে সমাপ্তি ঘোষণা করেন।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, ইয়াহিয়া খান, জেলা টিম সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, সানাউল্লাহ শামিম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা, বেল্লাল বিন সুলতানা, পৌর আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখা, মোহাম্মদ আনোয়ার, পৌর সাধারণ সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখা প্রমুখ।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: