ইসকন নিষিদ্ধের দাবি মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফারুকীর

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫ ২২:১০ পিএম

বাংলাদেশে সাম্প্রতিক কুরআন অবমাননা ও পূজায় অসুরের মুখে দাঁড়ি লাগানোর মতো ঘটনাকে ইসকন ও উগ্র হিন্দুত্ববাদী শক্তির ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি তুলেছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

রবিবার এক বিবৃতিতে ফাহিম ফারুকী বলেন, কুরআন অবমাননা, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড এবং পূজায় ইসলাম বিরোধী প্রতীক ব্যবহার—সবকিছুই ইসকন নামের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের পরিকল্পিত অপতৎপরতার অংশ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য হলেও এই সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা সাম্য, শান্তি ও এক আল্লাহতে বিশ্বাসী বাঙালি মুসলিম জাতি। ভারতীয় অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে।

ফাহিম ফারুকী অভিযোগ করেন, ইসকন ধর্মীয় ভক্তি ও সংস্কৃতির নামে দেশে ইসলামবিদ্বেষী প্রচারণা, সামাজিক বিভাজন ও প্ররোচনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা বাংলাদেশের সংবিধান ও ধর্মীয় সম্প্রীতির পরিপন্থী।

তিনি সরকারকে আহ্বান জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইসকনের মতো উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কার্যক্রমের পূর্ণ তদন্ত করে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা হোক।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মুসলিম দেশ। এখানে ধর্মীয় উস্কানি বা ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। কুরআন অবমাননার প্রতিটি ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর