স্কুলের কারিকুলামে খেলাধুলা বাধ্যতামূলক করার অঙ্গীকার তাবিথ আওয়ালের

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫ ১০:১০ এএম

ভবিষ্যতে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তবে দেশের প্রতিটি স্কুলের কারিকুলামে খেলাধুলা বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে বলে অঙ্গীকার করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল। তিনি বলেন, শিক্ষা ও ক্রীড়া একসঙ্গে এগিয়ে গেলে একটি সুস্থ, মেধাবী ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের দেবীনগর হাইস্কুল মাঠে প্রগতি সংঘের আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাবিথ আওয়াল আরও বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেশের ফুটবল উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এখন আমাদের লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা খুঁজে বের করা। স্থানীয় টুর্নামেন্টগুলোতে স্পন্সর আসা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত। এসব ছোট টুর্নামেন্ট থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় বাছাই করা হবে। আমি বিশ্বাস করি, চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকেই জাতীয় দলের মানসম্পন্ন খেলোয়াড় পাওয়া সম্ভব।

তিনি তৃণমূল পর্যায়ের কোচ, সংগঠক ও স্থানীয় জনপ্রতিনিধিদের খেলাধুলা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান। তার মতে, সবার সম্মিলিত উদ্যোগে খেলাধুলার পরিবেশ তৈরি হবে এবং সেখান থেকেই ভবিষ্যতের তারকা খেলোয়াড়রা গড়ে উঠবে।

টুর্নামেন্টে ফাইনাল খেলায় মুখোমুখি হয় দেবীনগর আদর্শ যুব উন্নয়ন সংস্থা ফুটবল দল ও শুভ ফুটবল ক্লাব শাহজাহানপুর। উত্তেজনাপূর্ণ ম্যাচে ১-০ গোলে জয়ী হয় দেবীনগর আদর্শ যুব উন্নয়ন সংস্থা। মোট ১৬টি দল অংশ নেয়, এবং মাঠজুড়ে প্রায় ১৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারী ও দর্শকরা জানিয়েছেন, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখে, মাদক থেকে দূরে রাখে এবং ভবিষ্যতের প্রতিভা গড়ে তোলায় সাহায্য করে। আয়োজক প্রগতি সংঘের সভাপতি মামুনুর রশিদ বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করা হবে যাতে স্থানীয় ফুটবল সমৃদ্ধ হয় এবং জাতীয় পর্যায়ে খেলোয়াড় উঠে আসে।

খেলা, দর্শকের উচ্ছ্বাস এবং আয়োজকদের অঙ্গীকারে দেবীনগরের টুর্নামেন্টটি পরিণত হয় এক উৎসবমুখর ক্রীড়া আসরে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর